তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে। প্রতিষ্ঠা করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। স্বাজাত্যবোধ ও অধিকারবোধের চেতনা পরিপূর্ণতা দান করেছিল মহান ২১ ফেব্রুয়ারি। সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর একটানা ১৭ বছর জনগণের কাঁধ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।
আওয়ামী লীগ বুঝল যে, এই ভাষা আন্দোলনের ফলেই সৃষ্ট হয়েছে স্বাধীন বাংলাদেশ আন্দোলন, তখন তারা বিভিন্নভাবে চেষ্টা করে যায় ছাত্রদের ভাষা আন্দোলনকে তাদের দলের কুক্ষিগত করতে। এর একটি নিদর্শন হচ্ছে, বাংলাপিডিয়াতে এই আন্দোলনের একটি বিকৃত ইতিহাস উপস্থাপনের প্রচেষ্টা, যেটা শেষ বিচারে সফল হয়নি।